• নরসিংদী
  • শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

এবার রাইসার মায়ের লেখা ও নিজের সুরে মৌলিক গান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম
এবার রাইসার মায়ের লেখা ও নিজের সুরে মৌলিক গান
কণ্ঠশিল্পী রাইসা। ছবি : জাগো নরসিংদী

স্টাফ রিপোর্টার: জনপ্রিয়, জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী ও চ্যানেল আই 'ক্ষুদে গানরাজ' তাছনিম আন্আম্ রাইসা সুগন্ধি এবার নিজের সুর করা মৌলিক গান নিয়ে আসছেন।

আগামী ২০ জানুয়ারি শুক্রবার রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 'মোনাজাত' শিরোনামের এই মৌলিক গানটি পাবলিশ করা হবে। 

এর আগে বেশ কয়েকটি মৌলিক গান করলেও এই গানটি রাইসার জন‍্য বেশ গুরুত্ববহন করছে। কারণ, গানটির কথা লিখেছেন রাইসারই মা তাছমিনা ইয়াছমিন রুনা। 

তার মায়ের লেখা কোন গান এই প্রথম রাইসার কন্ঠে শোনা যাবে। এজন্যই গানটি তার কাছে স্পেশাল বলে দাবি করেছেন তিনি।

রাইসা নরসিংদীর সন্তান হিসেবে নিজ জেলাসহ দেশব্যাপী রয়েছে তার বেশ জনপ্রিয়তা। 

 'মোনাজাত' শিরোনামের এই মৌলিক গানটি সম্পর্কে রাইসা বলেন, 'আমার মায়ের লেখা এবং আমার নিজের সুর করা কোন গান এই প্রথম আমি গাইলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। আমার সুর তার জন‍্য বলছি না। গানের কথার সাথে সুর অনেক শ্রতিমধুর হয়েছে। আশা করছি আমার এই নতুন মৌলিক গানটি সবার কাছে  ভালো লাগবে।'

গানটি শুনতে আগামী ২০ জানুয়ারি শুক্রবার, চোখ রাখুন রাইসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে এখনি সাবস্ক্রাইব করার অনুরোধ করেছেন রাইসা। তার ইউটিউব চ্যানেলের লিংক :  https://youtube.com/@raisasugondhi9979

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ