• নরসিংদী
  • বুধবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

পেতে চাইনি তোমায়!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৪ এএম
পেতে চাইনি তোমায়!!
লোগো

আবু তাহের মৃধা

বিশ্বাস হয় তোমার? তিব্র আকাংখায় পেয়ে বসে আমায়, তোমার সাথে আলাপচারিতায় একটু সুন্দর সময় কাটাবার। হঠাৎ কোন একদিন শুভ কিংবা অশুভ ক্ষণে, কোন এক কবিতার পাতায় চোখ পড়ার পর হতে।

ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে বিছানায়,কখনো আবার চায়ের কাপে মুখ রেখে, ঝাপসা আলোয় বারান্দা কিংবা ছাদে

ফেবুতে দৃষ্টি রেখে খুঁজে ফিরি, পড়ল কি সেই হাতের  আঁচড়? কবিতার পাতায় নয়তো--- 

আমার চাওয়া এইটুকুই বিশ্বাস হয় কি তোমার?
হঠাৎ আবেগের প্লাবনে থই থই করে তোমার হৃদয়,
আবার কখনো কাল বৈশাখীর কালো মেঘে ছেয়ে
যাও তুমি, আমার কিন্ত অনেক ভাল লাগে দেখতে এসব।

 যদিও আমি কবি নই কিন্তু কবিতার প্রতি দরদের কমতি নেই জেন। কবিতা মানে একটি হৃদয়ের না বলা কথার ডায়েরি। যেখানে প্রতি পাতা ভরে থাকে সুপ্ত মনের অব্যক্ত বাসনা। 

তাই তো আমি কবিতা পড়ি আর তোমায় দেখি
হাজারো বসনে বর্ণিল সাজে ; বিশ্বাস কর আমি
তোমায় পেতে চাই না! শুধু এটুকু দেখতে চাই।  
স্বপ্ন বিলাসী মন সে-তো আমাকে অযথা স্বপ্ন দেখায়!

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ