• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ভোরের হাওয়া সংগঠনের বিজয় দিবস পালন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৪ পিএম
শিবপুরে ভোরের হাওয়া সংগঠনের বিজয় দিবস পালন 

নিজস্ব প্রতিনিধি '৭১ এ অর্জন করতে স্বাধীনতা প্রাণ দিয়েছিল আবাল বৃদ্ধ বনিতা,লাল সবুজের পতাকা উঁচুতে ধরে তুলে মোরা গিয়েছিলাম ভুলে,হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সম্প্রদায়িকতার বিবেধ মোরা বাঙালি মোরা সবাই এক....।

অস্প্রদায়িক বাংলাদেশ এই স্লোগানে দক্ষিণ সাধারচর ভোরের হাওয়া সংগঠন মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় র‍্যলির আয়োজন করেন গতকাল। র‍্যালিটি উদ্বোধন করেন মোমেন হাজি ও আঃ ছালামসাবেক শিক্ষা কর্মকর্তা।

এসময় বক্তব্য প্রধান করেন আপেল মাহমুদ ও বাদল মিয়া। আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রোবেল রানা সংগঠনকে সকলে সহয়তা করতে আহবান জানান।  সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হন তাদের  সমন্দে বক্তব্য প্রধান করেন। উপস্থাপনায় ছিলেন নয়ন সরকার।

সংগঠনের সভাপতি মোঃ মোগল হোসেন বলেন,সাম্প্রদায়িকতা বাদ দিয়ে সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাদী ভুঁইয়া উপস্থিত হতে পারেননি তবু অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কায়েস মাহমুদ,কাজল,কায়েছ মাহমুদ, বাদল,কাজল,ছোটন,রহুল প্রমুখ।সংগঠনের সদস্য দের মধ্যে উপস্থিত ছিলেন মাকছুদুল, সাংগঠনিক সম্পাদক শামছুল,রোবেল,বায়েজিদ,মাছুম,ইকবাল, মাহফুজ, মইন,বশির,জহির পাঠান,চন্দন।

আরো অনেকে উপস্থিত ছিলেন র‍্যালিটি দক্ষিণ সাধারচর বাজার হতে শিবপুর উপজেলা পরিষদ পর্যন্ত উপজেলা পরিষদ মাঠ থেকে পুনরায় দক্ষিণ সাধারচর বাজারে এসে শেষ হয়।সংগঠন টি সকল জাতীয় অনুষ্ঠান প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পলান করে থাকে।

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ