• নরসিংদী
  • শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শ্রীদেবী কন্যা জাহ্নবী শরীরী আবেদনে মাতিয়েছেন বলিউড


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৫ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫১ পিএম
জাহ্নবী, ছবিটি কপিরাইট হতে পারে
জাহ্নবী, ছবিটি কপিরাইট হতে পারে

বিনোদন ডেস্ক 

বলিউডে চিত্র জগতের রূপের রাণী ছিলেন শ্রীদেবী। আর তার সুযোগ্য কন্যা জাহ্নবী কাপুর। রূপ-লাবণ্যে মায়ের ছাপ পেয়েছেন। আবার পেশা হিসেবেও বেছে নিয়েছেন অভিনয়। এখন জাহ্নবী হিন্দি সিনেমার তরুণ তারকা।

সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় জাহ্নবী। ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে ১৫ মিলিয়ন। আকর্ষণীয় সব ছবি-ভিডিও পোস্ট করে মাতিয়ে রাখেন সেই অনুসারীদের। আরও একবার নিজের রূপের আগুনে ভক্তদের হৃদয় পুড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি আবেদনময়ী ভঙ্গিমায় তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী। ডুবন্ত সূর্যকে পেছনে রেখে বসে আছেন তিনি। তার পরনে সাদা ক্রপ টপ, ডেনিম প্যান্ট। আর তাকিয়েছেন মা শ্রীদেবীর মতো গভীর ও মায়াবী চোখে।

ব্যাস, এতেই কুপোকাত ভক্তরা। রাতারাতি ছবিগুলো ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। কেবল ইনস্টাগ্রামেই তার ছবিগুলো পছন্দ করেছে ১৩ লাখের বেশি অনুসারী। তাও আবার মাত্র এক দিনে! হাজার হাজার মন্তব্য তো রয়েছেই।

বলিউডের তরুণ নায়িকাদের মধ্যে অনেকখানি এগিয়ে জাহ্নবী কাপুর। ইতোমধ্যে একাধিক আলোচিত ও সফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ে যেমন দক্ষতার ছাপ ফেলছেন, আবার শরীরী আবেদনেও মাতিয়ে যাচ্ছেন দর্শকদের।

 

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ