• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রোটারী ক্লাব অফ মাধবদী'র দায়িত্ব হস্তান্তর ও মেজর ডোনার সম্বর্ধনা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
রোটারী ক্লাব অফ মাধবদী'র দায়িত্ব হস্তান্তর ও মেজর ডোনার সম্বর্ধনা 

মকবুল হোসেন: নরসিংদীতে রোটারী ক্লাব অফ মাধবদী সংগঠনের এক বছরের জন্য দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি রেষ্টেুরেন্টে ৯জুলাই মঙ্গলবার রাত ৯টায়।

অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ২০২৪-২৫ এক বছরের জন্য মোঃ আলআমিন রহমানকে রোটারী ক্লাব অফ মাধবদী সংগঠনের ব্যাচ পড়িয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়াও রোটারী ক্লাব অফ মাধবদী সংগঠনের ফাউন্ডেশন মেজর ডোনার মোশাররফ হোসেন প্রধান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

রোটারী ক্লাব অফ মাধবদী মেঘনা জোনের কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আল আমিন রহমান(এমপিএইচএফ), ক্লাব প্রশিক্ষক পিপি মো: রফিকুল ইসলাম(পিএইচএফ), আইপিপি আব্দুল মোমেন মোল্লা(পিএইচএফ), প্রেসিডেন্ট ইলেক্ট এ.কে.এম ফজলুল হক বাচ্চু(পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান(পিএইচএফ), ভাইস প্রেসিডেন্ট এম এইচ বাবলু(পিএইচএফ), সেক্রেটারী আব্দুল হামিদ(পিএইচএফ), জয়েন্ট সেক্রেটারী জীবন কৃষ্ণ  সাহা(পিএইচএফ), কোষাধ্যক্ষ মো: এমদাদুল হক(পিএইচএফ), ডিরেক্টর ক্লাব সার্ভিস সিপি এনামুল হক মনির(পিএইচএফ), ডিরেক্টর ভোকেশনাল সার্ভিস প্রণয় সাহা(পিএইচএফ), ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মো: শহিদুল ইসলাম(পিএইচএফ), ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস নকুল পোদ্দোর, ডিরেক্টর ইয়োথ সার্ভিস কামরুল ইসলাম, বুলেটিন এডিটর মোক্তাদিন হোসাইন(পিএইচএফ), এসজিটি এট-আর্মস মুছা মিয়া।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ