• নরসিংদী
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৭ জনের 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
শিবপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৭ জনের 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন প্রাণ হারিয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার ঘাসিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার সদর থানার খাজানগর গ্রামের নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মোতাহের হোসেনের ছেলে মীর নাজমুল হক ওরফে সবুজ (৩০), ঝালকাঠির রাজাপুর থানার পারগোপারপুর গ্রামের আবদুল গনি হাওলাদারের ছেলে আল আমীন হাওলাদার (২৯), মাদারীপুরের কালকিনি থানার উত্তর কৃষ্ণনগর গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৩৭), বরিশালের মুলাদি থানার মুলাদি গ্রামের মো. মজিবর সিকদারের ছেলে রায়হান সিকদার ওরফে আরিয়ান (২৪) জামালপুরের সরিষাবাড়ী থানার ধারাবর্ষা গ্রামের দুদু মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩৬) ও গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর গ্রামের আইয়ুব খানের ছেলে আল আমীন (২৭)।

আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সাকি, পারভেজ ও দোয়েল। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাস চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সাভারের এস বি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ৯ কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১-১২ জন রাতে সাভার থেকে একটি মাইক্রোবাসে সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌছলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও ২ জন মারা যায়। আহত অপর ৪ জনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । দূর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।  

এদিকে দুর্ঘটনার খবরে এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দিন নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন। তিনি বলেন, চালক ও আরেকজন ছাড়া মাইক্রোবাসটিতে থাকা নয়জন তাদের প্রতিষ্ঠানের কর্মী। তাদের মধ্যে আটজনই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার ও একজন ফেব্রিকস সেকশনের স্টোরকিপার। কিছুদিন ধরেই তারা সিলেটে ঘুরতে যাবার পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১ জন ওই মাইক্রোবাসে চড়ে সিলেটের উদ্দ‍েশ‍্যে রওনা হন। পথিমধ‍্যে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

ইটাখোলা ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. কবির হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনসহ মোট ৭ জন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়ছে। দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। 

এদিকে সড়ক দর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ