• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৬ পিএম
নরসিংদীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

হলধর দাস: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায়  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে । এব্যাপারে জেলা প্রশাসন,জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

জেলা প্রশাসন আয়োজিত  বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহরে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়  শহিদ মিনার পর্যন্ত প্রভাতফেরি,বিকাল ৪ টায় একুশে বইমেলার মুক্তমঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে (শিক্ষা চত্বর সংলগ্ন) আলোচনা সভা,সন্ধ্যা ৬ টায় একুশে বইমেলার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। 
এছাড়াও আওয়ামী লীগ,এর সহযোগী সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে । 

দিবসের প্রথম  প্রহরে স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে জেলা প্রশাসক ড. বদিউল আলম ও জেলা প্রশাসনে অধীন কর্মকর্তাগণ, সদর আসনের এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক এর পক্ষে নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ,পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম,  মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া, নরসিংদী সরকারি কলেজ শহিদ মিনারে অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঞা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নরসিংদী পৌর শহিদ মিনারে নরসিংদী পৌরসভার মেয়র মো: আমজাদ হোসেন বাচ্চু প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে।  সকালে প্রভাত ফেরিতে অংশ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখিত শহিদ মিনার সহ নিজ নিজ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রণ করে।

"পড় বই, গড় দেশ" প্রতিপাদ্যে জেলা প্রশাসন
নরসিংদী সরকারী কলেজের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু পৌর পার্কে ৯দিন ব্যাপী বইমেলার আয়োজন করে। 
বিকেলে বই মেলার উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের এমপি লেঃকর্নেল(অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক।

বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক(গ্রেড-১)এ এফ এম হায়াত উল্লাহ,
নরসিংদী'র পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়া। 

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.বদিউল 
আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার। 

প্রধান অতিথির ভাষণে  এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক বলেন,
মাতৃভাষার জন্য  সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও নাম না জানা অকুতোভয় বীর ভাষাসৈনিকদের  আন্দোলনে বীজ বপণ হয়েছিল বলেই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে  "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" নামে একটি স্বাধীন রাষ্ট্রের।

নরসিংদীতে মহান শহিদ উপলক্ষে এত বড় বই মেলা আমি আর কখনো দেখি নাই। সেজন্য নরসিংদী 'র জেলা প্রশাসক ড. বদিউল আলম কে অসংখ্য ধন্যবাদ জানাই।কারণ, নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনে তিনি নতুন যুগের উন্মেষ ঘটিয়েছেন এই বই মেলা আয়োজনের মধ্য দিয়ে। 

সভাপতির ভাষণে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, আয়োজিত বইমেলায় ঢাকা ও স্থানীয় প্রকাশনীসহ মোট ৭০টি প্রতিষ্ঠানের প্রায় ১০০ টি বুকস্টল প্রদর্শিত হচ্ছে ।  প্রতিদিন বেলা ১১ টায় থেকে বইমেলা শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিনই বই পড়া মানুষের মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় কৃষ্টি-কালচার এর উন্নয়ন, জ্ঞান-বিজ্ঞান বিতর্ক, কুইজ, সেমিনার ও চিত্রাংকন
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

এছাড়াও প্রতিদিন সন্ধায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট থাকবে বই মেলা। 

এর আগে মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার বলেন,ভাষা শহিদদের স্মরণে প্রতিবছর আমরা ২১ ফেব্রুয়ারী পালন করে আসছিলাম।   ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি শহিদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। তারপর থেকেই যথাযোগ্য মর্যাদায় সারা পৃথিবীতেই এ দিনটি পালিত হয়ে আসছে।

আলোচনা শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
শেষে জেলা শিল্প কলা একাডেমি, শিশু একাডেমি ও বাঁধন হারা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ