• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ঘূর্ণিঝড় মোখার গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৭ পিএম
ঘূর্ণিঝড় মোখার গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার 
লোগো

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা ২১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় দ্রুতই উপকূলের দিকে অগ্রসর হওয়ায় রাত ১২টা থেকে সকাল ১০টার মধ্যেই আঘাত হানার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

শনিবার (১৩ মে) রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ঘূর্ণিঝড় মোখা অনেক দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ও রাত ১২ টা থেকে সকাল ১০ টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে ঘন্টায় ১৯০ থেকে ২১০ কিলোমিটার গতিবেগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রিয়েল টাইম চিত্র ও আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্য বিশ্নেষন করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে বলে জানান মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি রাত ১২ টার মধ্যে সর্বোচ্চ গতি অর্জন করতে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে স্পষ্টত চোখ সৃষ্টি হয়েছে ও প্রচণ্ড ঘূর্ণন সৃষ্টি হয়েছে।

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ