স্টাফ রিপোর্টার : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সহযোগিতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)’র তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সোমবার(১০/১১/২০২৫) সমাপ্ত হয়েছে। গত শনিবার নরসিংদী এলজিইডি ভবন মিলনায়তনে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এতে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, তনুজা কামাল, ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য। তৃতীয় দিনের প্রশিক্ষণের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন পিএফজি কোঅর্ডিনেটর সাংবাদিক হলধর দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিএফজি'র সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজ হচ্ছে যে কোনো দেশের ভবিষ্যত। এই যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তা হবে দেশের সম্পদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।