• নরসিংদী
  • মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ঘোড়াশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম
ঘোড়াশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর

স্টাফ রিপোর্টার : নরসিংদীর ঘোড়াশালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া(বেদে পল্লীর)বেদে আমির হোসেনের বাড়িতে।

জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার(১৮ জানুয়ারী) রাতে ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে বেদে আমির হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে দরজা-জানালা, আসবাবপত্র, ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার লুটপাট করে।এ সময় তারা বাড়ির নারী ও শিশুদের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
হামলায় পরিবারের একাধিক সদস্য আহত হন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বারবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ তা মানেনি। উল্টো তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ