• নরসিংদী
  • মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ন্যায় বিচার নিশ্চিত করার কোন বিকল্প নেই


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম
অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ন্যায় বিচার নিশ্চিত করার কোন বিকল্প নেই

হলধর দাস :  নরসিংদী জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে শনিবার(১৭ জানুয়ারি) সকালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নরসিংদী'র বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর।

কনফারেন্সে ফোকাল পার্সন হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: বেলাল হোসেন। ফৌজদারী মামলায় পরোয়ানা তামিল ও তদন্তের প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেশকাতুল ইসলাম। ফৌজদারী কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  সাদিয়া আফরিন।

কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অবস), বিজ্ঞ সিনিয়র সিভিল জজ (সদর), বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, র‍্যাব-১১ সিপিএসসি এর কমান্ডার, সেনাবাহিনীর প্রতিনিধি, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, প্রবেশন অফিসার, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, নরসিংদী জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

কনফারেন্সে নরসিংদী জেলার সার্বিক ফৌজদারী বিচারিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, বিদ্যমান সমস্যা নির্ধারণ ও উক্ত সমস্যাসমূহ সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সঠিক সময়ে মেডিক্যাল সার্টিফিকেট প্রদান ও তদন্ত প্রতিবেদন প্রদানের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর প্রতি সমন প্রদান এবং তা যথাযথভাবে জারির কথা বলা হয়। 
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ  শেখ হুমায়ুন কবীর বলেন, ফৌজদারী বিচার ব্যবস্থায় সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে একত্রে কাজ করার কোন বিকল্প নেই। 

সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  কাজী ইয়াসিন হাবীব ফৌজদারী মামলা দ্রুত বিচারের জন্য প্রস্তুত ও নিষ্পত্তির লক্ষ্যে আদালত কর্তৃক ইস্যুকৃত পরোয়ানা সঠিকভাবে তামিলের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও, স্বল্প সময়ে তদন্ত করে প্রতিবেদন প্রদান ও আদালতে সাক্ষী হাজিরার বিষয়ে পুলিশকে আরও সচেষ্ট হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং আদালত প্রাঙ্গনে আসা বিচারপ্রার্থী জনগণসহ আদালতের বিজ্ঞ বিচারকদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ