• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে তারেক রহমানের আগমন, ব্যাপক উদ্দীপনা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৩৯ পিএম
নরসিংদীতে তারেক রহমানের আগমন, ব্যাপক উদ্দীপনা 
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ৩৬০ আউলিয়ার নগরী সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পরে তিনি নরসিংদীতে এক জনসভায় যোগদান করবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নরসিংদী জেলা বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হবে, বলে জানান জেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও পীর-আউলিয়ার পূর্ণভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। আর এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।

পরে তিনি সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একটি করে পথসভায় বক্তব্য রাখবেন।

এদিকে দলের চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী সফরকে ঘিরে শহরের বাসাইল পৌর পার্ক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশাল মঞ্চের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মাইক ও মঞ্চের আশেপাশে আলোকসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ইতিমধ্যে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের একটি দল এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত মঙ্গলবার সভামঞ্চস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে একেএম গোলাম কবির কামালকে আহ্বায়ক এবং মহসিন হোসেন বিদ্যুৎকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট মঞ্চ পরিচালনা কমিটি এবং আব্দুর রউফ ফকির রনিকে আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান নাহিদকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট মঞ্চ শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালন করছেন, সভাকে সফল করার লক্ষ্যে।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী নেতৃত্বে নেতৃবৃন্দ দফায় দফায় সভামঞ্চস্থল পরিদর্শন করছেন এবং কাজের অগ্রগতি খোঁজ খবর নিচ্ছেন।

নরসিংদীর নেতারা তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম কোনো জনসমাবেশে বক্তব্য রাখবেন এবং দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের এই প্রথম নরসিংদীতে আগমন। তার এই সফর সফল করার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দফায় দফায় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। পাশাপাশি শহর ও গ্রাম-গঞ্জে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, তারেক রহমানের এই জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগত হবে।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ