শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার ১৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছাতা উপহার দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু। মোহাম্মদ সুলতান উদ্দীন মোল্লা ফাউন্ডেশন এর উদ্যোগে গত এক মাস যাবত শিবপুর উপজেলার ৫৫টি স্কুলে প্রায় ১০ হাজার ছাতা এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে এই ছাতা বিতরণ করা হবে।
ছাতা পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। চোখে মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষকের মাঝে মাঝে উপস্থিত হয়ে এই ছাতা বিতরণ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হক আঙ্গুর, বিএনপি নেতা আওলাদ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আকরামুল হোসেন মিন্টু অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার সন্তানদের মোবাইল থেকে দূরে রাখতে তাদের প্রতি মনোযোগ দিন এবং তাদের জন্য আকর্ষণীয় বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন। খেলাধুলা বা সৃজনশীল কার্যকলাপে উৎসাহিত করুন।