
হলধর দাস : বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) বাংলাদেশ শিশু একাডেমির নরসিংদী মিলনায়তনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী’র জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোছাঃ শাহেলা খাতুন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমির শিক্ষার্থীরা রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি পরিবেশন করে।
জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার