নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান নইম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
আলোচনা ও পরিচিতি সভা শেষে নিহত সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থদের রোগমুক্তি কামনা@ করে বিশেষ দোয়া করা হয়। পরে ইউনিয়নের নতুন কমিটির নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের নিকট কমিটির কাগজ তুলে দেওয়া হয়।