• নরসিংদী
  • শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে দোকানীকে রক্তাক্ত জখম করে টাকা লুটের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম
মাধবদীতে দোকানীকে রক্তাক্ত জখম করে টাকা লুটের অভিযোগ 

নিজস্বপ্রতিনিধি: নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানা এলাকার নুরালাপুর ইউনিয়নের আলগী খোঁচপাড়া গ্রামে মুদি দোকানদারকে রক্তাক্ত জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে ও ঘটনাস্থলে গিয়ে জানাযায়, গত ৫ ফেব্রুয়ারী বুধবার সকালে আলগী ইসলামাবাদ এলাকার মৃত সিরাজ উদ্দিন ওরফে সেরাজ উদ্দিন এর ছেলে ইয়াসিন মিয়া ও আলগী খোঁচপাড়া এলাকার  সখিনা বেগম এর মুদি দোকানে এসে হাত মুছবার জন্য কাগজ চায়।

দোকানদার কাগজ না দেওয়ায় কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ইয়াছিন মিয়া ইট দিয়ে সখিনার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে আহত করে দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায়। সখিনার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে তাকে প্রাননাশের হুমকি দিয়ে তারা চলে যায়। পরবর্তীতে সখিনার মেয়ের জামাই তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়।

এ বিষয়ে  ঘটনা জানার জন্য বিবাদী ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ