নিজস্ব প্রতিনিধি' নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যারলী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী পৌরমেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এম এন মিজানুর রহমানসহ, স্কাউট, গার্ল ইন গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী র্যা লীতে অংশ নেন।
র্যা লী শেষে জেলা প্রশাসক ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।