হলধর দাস: সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দিনব্যাপী ‘নির্বাচনী অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন সম্পর্কে সচেতন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরিক সংগঠন ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নরসিংদী জেলা কমিটি অলিম্পিয়াডের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে ‘দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’।
নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তথা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে এই উদ্যোগ প্রশংসনীয়।
মূখ্য আলোচক দি হাঙ্গার প্রজেক্ট,বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, তরুণদের মাঝে নাগরিক অধিকারের গুরুত্ব এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
পুঁথিগত বিদ্যার পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাচনের গুরুত্ব ও জনঅংশগ্রহণের প্রয়োজনীয়তা বুঝতে এ আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে ।
জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সুজন সম্পাদক হলধর দাস।
আরো বক্তব্য রাখেন, আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান । উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ খাদিম হোসেন, জেলা সুজনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,কে এম শহীদুল্লাহ, একেএম শাজাহান,মনিরুজ্জামান প্রমুখ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও অন্যান্য বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।