• নরসিংদী
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর হানাদার মুক্ত দিবস পালিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম
শিবপুর হানাদার মুক্ত দিবস পালিত 
শ্রদ্ধা নিবেদন। ছবি : জাগো নরসিংদী

শেখ মানিক: নরসিংদীর শিবপুর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, সাধারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব চক্রবর্তীসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।

তৎকালীন নারায়ণগঞ্জ জেলাধীন শিবপুর থানা পূর্ব থেকেই ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা।

বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়ারন্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখে ছিল তটস্থ।

দেশের সকল এলাকার মতো নরসিংদী জেলা শিবপুর থানায় ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমন তীব্রতর হয়। পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চুর্তুমুখী আক্রমন চালায়। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প।

৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীরা নরসিংদী থেকে  পালিয়ে যায়।

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ