স্টাফ রিপোর্টার : “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমবায় কর্মকর্তা খাদিজা তুল কোবরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম প্রমুখ।