• নরসিংদী
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ৯ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম
নরসিংদীতে ৯ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ৯ দিন ব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী শহরের শিক্ষা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ৯ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন নরসিংদী-১ সদর আসনের সাংসদ লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতিক এমপি।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম'র সভাপতিত্বে মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট:র নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়াসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অমর একুশে বইমেলা বুধবার (২১ফেব্রুয়ারি) শুরু হয়ে ৯দিনের এই মেলার সমাপ্তি ঘটবে আগামী ২৯ ফেব্রুয়ারি। এসএসসি পরীক্ষা ও অন্যান্য  বিষয় বিবেচনায় নিয়ে প্রতিদিন বেলা ১১ থেকে রাত ৯ টা পর্যন্ত মেলার স্টল গুলো খোলা থাকবে। মেলায় ঢাকাসহ স্থানীয প্রকাশনী, লাইব্রেরী , সামাজিক সংগঠনে ৬৮টি প্রতিষ্ঠানের ১০০টি স্টলে  সারাদেশে ও জেলার খ্যাতনামা গুণী এবং প্রতিভাবান কবি সাহিত্যিকদের বইয়ের পসরা সাজিয়ে বসেছে।

নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ। 

বাঙালি জাতির অনন্য সাংস্কৃতিক অনুষঙ্গ হিসেবে হৃদয়ের গভীরে প্রোথিত রয়েছে বইমেলা যা মনন বিকাশের উৎসবমুখর চারণক্ষেত্র।

এছাড়া প্রতিদিন বিভিন্ন কবি ও লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন সহ বইমেলার উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।   
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ