
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শেখেরচর বাবুরহাটে মার্কেটের দোকান ঘরের বিষয় নিয়ে জনৈক নূর মোহাম্মদ (৪০) এর সাথে মোঃ দেলোয়ার হোসেন সাইদির বিরোধ চলে আসছিল। নূর মোহাম্মদ এবং তার সঙ্গীসাথীরা প্রায়ই দেলোয়ারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল। নূর মোহাম্মদ প্রায়ই মার্কেটে গিয়ে অকথ্য ভাষায় মোঃ দেলোয়ার হোসেন সাইদিকে গালিগালাজ সহ খারাপ আচরণ করত এবং নানাহ ভাবে হয়রানি করছিল।
গত ০৬ সেপ্টেম্বর সকাল ১০.২৯ ঘটিকায় বর্ণিত নূর মোহাম্মদ তার মোবাইল নাম্বার ০১৯১১৯০০০৪৭ থেকে মোঃ দেলোয়ার হোসেন সাইদির মোবাইল নাম্বার ০১৭৮০৩৮৮০৪৪ ফোন দিয়ে উত্তেজিত ভাষায় গালিগালাজ করে এবং তার কথা মতো কাজ না করলে দেলোয়ার সাইদিকে যেখানে পাইবে সেখানেই মেরে লাশ গুম করে ফেলে দিবে বলে হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে মোঃ দেলোয়ার হোসেন সাইদি হুমকিদাতা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় গত ০৬-০৯-২০২৫ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। জিডি নং: ৩৩৩