• নরসিংদী
  • রবিবার, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নুরালাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৩৫ পিএম
নুরালাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মকবুল হোসেন :  নুরালাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার বিকেলে শ্যামতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণার বিষয়টি এদিন বাস্তবায়িত হয়নি।ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক মো. ছাদেকুর রহমান গাজী শিগগিরই কমিটি ঘোষণা করার প্রতিশ্রুতি দেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ছাদেকুর রহমান গাজী, প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুজ্জামান অপু, এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য রফিক মাহমুদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই,বিএনপি নেতা মোঃ ইলিয়াস, মামুন মিয়া, মনির হোসেন, জহিরুল হক,ওয়াজ উদ্দিন প্রমুখ। 

কান্দাপাড়া, মাটিয়ালকান্দী, শ্যামতলি, আলগী, জিরকুটিয়া সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় ঐক্য ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সম্মেলনের সমাপ্তিতে ছাদেকুর রহমান বলেন, “৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বাছেদ অসুস্থ থাকায় আজ আমরা নতুন কমিটি ঘোষণা করতে পারিনি। তবে খুব শিঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে। বাছেদের সুস্থতা কামনা করি।”

স্থানীয় নেতারা জানান, এই সম্মেলন দলীয় ঐক্য দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন নেতাকর্মী বলেন, “নতুন কমিটি ঘোষণার বিলম্ব হলেও দলীয় সমন্বয় ও প্রস্তুতি আরও শক্তিশালী হবে। আমরা আমাদের এলাকার জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা দলের ভেতর ঐক্য বজায় রাখা, স্থানীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ