• নরসিংদী
  • বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ আর নেই 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৪৭ পিএম
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ আর নেই 

হলধর দাস: নরসিংদীর জনপ্রিয় ব্যক্তিত্ব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি,বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারের সত্ত্বাধিকারী, নরসিংদী পৌরসভার দুইবার নির্বাচিত কাউন্সিলর  অনিল চন্দ্র ঘোষ (৭৮) মঙ্গলবার(২/৯/২০২৫) দেড়টায় ঢাকার আনোয়ার খান হসপিটালে পরলোক গমণ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার বিকেলে তার মরদেহ নরসিংদী শহরে আনার পর ক্রীড়া চক্র মাঠে এবং গোপীনাথ জিউর আখড়া ধামে তার প্রতি সর্বস্তরের পক্ষে গভীর শ্রদ্ধা জানানো হয়।

তার মৃত্যুতে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক  মাখন দাস, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী পৌরসভার কাউন্সিলরবৃন্দপক্ষ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাত ৯টায় নরসিংদী মহাশশ্মানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্নের কথা পরিবার সূত্র জানায়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ