• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্কাউট দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪৬ পিএম
নরসিংদীতে স্কাউট দিবস পালিত
স্কাউট দিবস পালিত

শরীফ ইকবার রাসেল: 'স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো' এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।

দিবসটি উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়েছে। র্যা লীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোস্তফা মনোয়ার এতে প্রধান অতিথির আলোচনা করেন। এছাড়া সিনিয়র সহকারী কমিশনার মো: নিজাম উদ্দিন, জেলা স্কাউট সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদর সম্পাদক মনজিল এ মিল্লাত, জেলা স্কউট লিডার স্বপন কুমার দাস ও কাব লিডার পরিতোষ চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'বর্তমান সরকারের একটি উদ্যোগ স্মার্ট বাংলাদেশ। এই উদ্যোগকে বাস্তবায়ন করতে নরসিংদীর স্কাউট সদস্যরা প্রস্তুত। স্মার্ট বাংলাদেশ গড়তে একজন মানুষকে আদর্শ, সততা, নিষ্ঠা ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর এই সকল কাজগুলো স্কাউট সদস্যরা সব সময় করে থাকে। তাই এই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে স্কাউট সদস্যরাও কাজ করে যাওয়ার জন্য প্রস্তুত।'

আগামী দিনে সরকারের যেকোন সহযোগিতায় স্কাউট সদস্যরা অগ্রনী ভূকিকা রাখার অঙ্গীকার করেন।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ