স্টাফ রিপোর্টার : 'স্বেচ্ছায় করবো রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ'—এই শ্লোগানকে সামনে রেখে ‘আমরা মানবসেবায় রক্তদান ফাউন্ডেশন’-এর উদ্যোগে লোগো উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেকড় সন্ধানী লেখক, সাহিত্যিক ও গবেষক ফখরুল হাসান।
নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নরসিংদী জনপ্রিয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হলধর দাস, রায়পুরা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম. শরিফ, মিরপুর সেনানিবাসে অবস্থিত বিইউপি-এর প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুস মিয়া, রক্তের বন্ধনে ৬৪ জেলার প্রতিষ্ঠাতা কামরুল হাসান বাদল, আমরা মানবসেবায় রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম আবির ও সদস্য সচিব ইয়ামিন হাসান নিলয়।
অনুষ্ঠানে অতিথিরা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে তরুণদের মানবসেবায় আরও এগিয়ে আসার আহ্বান জানান।