• নরসিংদী
  • সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ ও ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:১৮ পিএম
মনোহরদীতে সম্প্রীতি সমাবেশ ও ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     

মনোহরদী প্রতিনিধি : “সংঘাত  নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে মনোহরদী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শনিবার সকাল ১১ টায় হরিনারায়নপুর বাজারে বাংলাঘর রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর অন্যতম সদস্য রাজনীতিবিদ সুমন আকন্দর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য সফিকুল আলম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, অ্যাম্বাসেডর সাইদুর রহমান, আরিফুল ইসলাম ভুইয়া, এমদাদুল হক টিটু সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 

বক্তারা বলেন, সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে একসাথে কাজ করতে হবে। 

বর্তমান বাংলাদেশে যে নৈরাজ্য চলছে তা নিরসনে মাঠ পর্যায় থেকে কাজ শুরু করতে হবে। প্রত্যেককে নিজ ধর্মে যে সম্প্রীতির বাণী রয়েছে তা প্রচার করতে হবে; রাজনীতিকে সংঘাত থেকে বের করে আনতে হবে। 

রাজনীতিবিদদের ২৪ এর অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে যে,  এ জাতি আর কোনো সংঘাত, সহিংসতা চায় না। 

পরিশেষে, উপস্থিত অংশগ্রহণকারীগণ ইউনিয়ন পর্যায়ে সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেন। 

এছাড়া, ওয়াইপিএজি মনোহরদী ত্রৈমাসিক কর্মপরিকল্পনা সভা বিকাল ৩টায় মনোহরদী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী আনোয়ার কামাল। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ