• নরসিংদী
  • শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জন গ্রেফতার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৩ পিএম
নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ জন গ্রেফতার 

হলধর দাস : নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এর সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল এএইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন,  ইদানিং রায়পুরা উপজেলায় সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) ভোররাতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫ টি একনলা বন্দুক, ২ টি বিদেশী পিস্তল, ১ টি দুইনলা বন্দুক, ২ টি এলজি, ১ টি পাইপগান, ৩ টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে এবং এর সাথে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলো- সায়দাবাদ গ্রামের ডালিম মিয়ার ছেলে মোঃ শফিক মিয়া (৩২), হাজী সামছুল মিয়া ছেলে মোঃ মোস্তফা (৩৮), মোঃ দুলাল মিয়া ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিনের ছেলে আয়নাল (৩৮), মোঃ জাকের হোসেন এর ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেন ছেলে মোঃ বাচ্চু মিয়া (৬২), আঃ সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯) ও খলিল রহমান এর ছেলে মোঃ বাছেদ (৪০)। গ্রেপ্তারকৃত সকলের নামেই রায়পুরা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ