• নরসিংদী
  • শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে পৈতৃক সম্পত্তিতে গৃহনির্মাণে বাধা ও মারধরের অভিযোগ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম
শিবপুরে পৈতৃক সম্পত্তিতে গৃহনির্মাণে বাধা ও মারধরের অভিযোগ 
অসহায় আব্দুল বাসেত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর বিলপাড় গ্রামে পৈতৃক সম্পত্তিতে গৃহনির্মাণে বাধা, মারধর এবং টাকাপয়সা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটেছে দুলালপুর বিলপাড় গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে অসহায় আব্দুল বাসেত (৭০) এর বাড়িতে। আব্দুল বাসেত জানান, তার ভাই ভাতিজার সাথে  জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব থেকে শত্রুতা চলে আসছে। মাঠের নাল জমি নিয়ে বিরোধ থাকলেও আব্দুল বাসেত তার পৈতৃক ভিটায় একটি পাকাঘর নির্মাণের প্রস্তুতি নেন। অতি সম্প্রতি রাজমিস্ত্রিরা গৃহ নির্মাণ কাজ শুরু করলে নরসিংদীর হাজীপুরে বসবাসরত  আবু তাহেরর ছেলে বাবলু (৪৮), লাবু (৪০) এর নেতৃত্বে স্থানীয় মৃত করম আলীর ছেলে বদু (৫৫), মোমেন, রিফাত, আরাফাত, আজাদ, মুঘল এবং সফিকল্লাহসহ ১৫-২০ জনের একটি দল দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িরতে হামলা চালিয়ে মহিলা, দুটি শিশু এবং রাজমিস্ত্রিদের মারধর করে।

এসময় আবদুল বাসেত বাড়িতে প্রবেশ করলে তাকেও মারধর করে তার জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং তার পাঞ্জাবির পকেটে থাকা নগদ ১ লাখ টাকা ও রাজমিস্ত্রীদের যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবদুল বাসেত।  

আবদুল বাসেত এঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমৃলক শাস্তি দাবি করেছেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ