• নরসিংদী
  • মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ;   ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম
নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

হলধর দাস : "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ (৪৬তম বিজ্ঞান মেলা), ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সেমিনার বৃহস্পতিবার (১৫ মে) পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন কমিটি নরসিংদী শাখার সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন- পরিচালক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী'র পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) সূজন চন্দ্র সরকার। নরসিংদী'র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ নাজমুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।

উপস্থিত ছিলেন জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন। 

প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন,আজকের অত্যাধুনিকতার যুগে বিজ্ঞানের ভূমিকাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রতিনিয়ত এ আই এর ভার্সন পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা  তোমাদের লক্ষ্য স্থির করে  সামনের দিকে এগিয়ে যেতে হবে। লক্ষ্য স্থির করতে না পারলে  সফলতার নাগাল পাবে না। তাই তোমরা আগেই স্থির করতে হবে, ভবিষ্যতে তুমি কী হতে চাও। এই আগ্রহ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। অতি ক্ষুদ্র বিষয় নিয়েও তুমি অনেক বড় হতে পারবে। 

শিক্ষকদের প্রতি অনুরোধ রেখে বলতে চাই, আপনারা স্কুল-কলেজের ল্যাবগুলো সাজিয়ে রাখবেন না। স্কুল-কলেজে ল্যাবগুলো সাজিয়ে রাখার জন্য নয়। শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার করতে দিন। তাদের মধ্যে অনেক প্রতিভা আমরা দেখতে পেয়েছি। শিক্ষক অভিভাবক আপনারা তাদের সহযোগিতা করুন। 

মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখনকার যুগে স্কুল কলেজই শিক্ষার একমাত্র মাধ্যম না। ইউটিউব, ইন্টারনেট অনেক মাধ্যম আছে। আগ্রহ থাকলে তুমি শিক্ষক ছাড়াও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। জীবনে বড় হতে হলে কোন না কোন প্রোগ্রামিং তোমাকে শিখতেই হবে। 

শুধুমাত্র নেট-এ ঢুকবে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে অভিভাবক-শিক্ষকদের একান্তভাবে সহযোগিতা করতে হবে। 

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার প্রাপ্তরা হলো: বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে  আশরাফ হোসেন টুটুল, মেহেরীন তামান্না, স্বর্ণা আক্তার, তাহমিদা আক্তার সোহানা ও ঈপসিতা ইসরাত জুঁই। 

জুনিয়র গ্রুপে প্রথম থেকে পশ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে ওয়াজিহা আমিন লাবিবা, আদিত্য সাহা নিরব, আব্দুল্লাহ আল নাহিয়াল, মোঃ আতিকুর রহমান মোল্লা ও মোঃ রিয়াজুল ইসলাম। 

জেলা পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়, নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস। 

জেলা পর্যায়ে সিনিয়র গ্রুপের প্রকল্প উপস্থাপনায়  প্রথম হয়েছে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, দ্বিতীয় পলাশ থানা সেন্টাল কলেজ ও তৃতীয় সবুজ পাহাড় কলেজ। 

জেলা পর্যায়ে বিশেষ গ্রুপে প্রকল্প উপস্থাপনে প্রথম স্থান অধিকার করেছে রোবটিক্স এন্ড অটোমেশন প্রকল্পে নরসিংদী সাইন্স এন্ড রোবটিক্স ক্লাব, দ্বিতীয় স্থান অধিকার করেছে নরসিংদী বিজ্ঞান ক্লাব। 
জেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে প্রাণ আর এফ এল পাবলিক স্কুল, নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস এবং জনতা আদর্শ বিদ্যাপিঠ।

উল্লেখ্য,গত বুধবার(১৪ মে,২০২৫)এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন  জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি'র সভাপতি নরসিংদীর জেলা প্রশাসক  মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী'র পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, নরসিংদী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা,নরসিংদী সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর পবন চন্দ্র দাস।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও,ঢাকা এর তত্তৃবাবধানে  জেলা প্রশাসন,নরসিংদী আয়োজিত মেলার
অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় এবং পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ নাজমুল হাসান। 

উদ্বোধনী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির। উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম ,সুজন-এর জেলা সম্পাদক হলধর দাস সহ জেলা-উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা,শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ