• নরসিংদী
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় মাদকবিরোধী অভিযান দলের উপর  দূর্বৃত্তদের হামলায় একজন আহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫১ এএম
রায়পুরায় মাদকবিরোধী অভিযান দলের উপর  দূর্বৃত্তদের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায়  র্যাবের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ইমরান হাসান  (৩৫) নামে র্যা ব-১১’র এক কনস্টেবলের মাথায় দুটি কোপ এবং ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় র্যা ব সদস্রদের কাছ থেকে ইউনুস আলী (৪০) নামের এক আসামী ছিনিয়ে নেয় হামলাকারীরা। তবে এ বিষয়ের র্যা বের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় ঢাকার উত্তরাস্থ র্যা ব-১ ও নরসিংদীস্থ র্যা ব ১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলী (৪০) কে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজনরা র্যা ব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এসময় র্যা ব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে আঘাতে মাথায় ও ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়। আহত কনস্টেবল ইমরান হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র্যা ব সদস্যরা নিলক্ষা ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে গেলে সংঘবদ্ধ মাদক কারবারীদের হাতে র্যা বের এক সদস্য আহতের খবর পেয়েছি। এঘটনায় মোট কতজন আহত হয়েছে এখনি বলা যাচ্ছেনা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, সেখানে র্যা ব, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে র্যা বের পক্ষ হতে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ