• নরসিংদী
  • বুধবার, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন স্ত্রী- ছেলে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:১৮ এএম
নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন স্ত্রী- ছেলে 

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী রিনা বেগম (৩৮) ও ছেলে ফরহাদ (১৫) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম এবং বেলা সাড়ে ১২টায় ছেলে ফরহাদ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ২৩ অক্টোবর দিবাগত রাতে সদর উপজেলার সঙ্গীতা এলাকায় ফরিদ মিয়ার শ্বশুরবাড়িতে বসবাসরত স্ত্রী, সন্তান ও শ্যালিকাসহ পাঁচজনের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এতে পাঁচজনই দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ রিনা বেগম এবং ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর স্থানীয জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনের তৎপরতা আহতদের দ্রুত উদ্ধার করে তাদেরকে চিকিৎসার্থে হাসপাতালে প্রেরণ করেন। তাধু তিনি তাদের সার্বক্ষনিক খোঁজখবর নেয় এবং যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এ ঘটনার পর গত ২৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত ফরিদ মিয়াকে রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ