• নরসিংদী
  • শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিশ্ব নদী দিবসে আলোচনা সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম
নরসিংদীতে বিশ্ব নদী দিবসে আলোচনা সভা 
বিশ্ব নদী দিবস পালিত

হলধর দাস: নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি সড়ক প্রদক্ষিণ করে পুনরায়  জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে শেষ হয়। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, অতিতিক্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল- আমিন, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন,  'যে কোন দেশের জন্য নদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের নরসিংদী জেলায় নদী দূষণ হচ্ছে। আমরা আর নদী দূষণ করতে দেবো না। যারা নদী দূষণ করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এব্যাপারে আমরা খুব দ্রুতই পদক্ষেপ নিব। তাই সকলকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে।'
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ