হলধর দাস : নরসিংদীর পলাশের ডাঙ্গায় একটি সিমেন্ট ফ্যাক্টরীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মামলাটি প্রত্যাহারের কথা জানান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড এর হেড অব লিগ্যাল এন্ড রেগুলেটারী এফিয়াসের সেক্রেটারী মোঃ লিপন হোসেন এসিএস। এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীর ম্যানেজার (প্রশাসন) মোঃ রুবেল আজাদ ও এক্সিকিউটিভ মোঃ সজীব হোসেন।
উল্লেখ্য,গত ৩ জুলাই ২০/২৫ জনের একটি সশস্ত্রদল নদী পথে কারখানায় প্রবেশ করে কারখানার শ্রমিকদের ৬টি কক্ষে হামলা চালায় এবং মোবাইল, ল্যাপটপ ও মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় হামলায় কোম্পানীর অন্ততঃ ৭ জন শ্রমিক আহত হয়। এব্যাপারে ৫ জুলাই কারখানার কর্মকর্তা নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা করেন। মামলায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামানসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামী করা হয়। এরপর রাতেই নরসিংদী সদরে অভিযান চালিয়ে পুলিশ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে।
লিপন হোসেন বলেন, ঘটনার প্রায় সাড়ে চারমাস মামলার বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও পর্যালোচনার পর পুলিশ আসামীদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট প্রদান করেন। এর প্রেক্ষিতে আমরা মামলাটি প্রত্যাহার করি।
ফলে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত সৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উক্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। আমরা বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি যে, এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেন এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত।