• নরসিংদী
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ পিএম
নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
সম্মাননা প্রদান। ছবি : জাগো নরসিংদী

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি ভবন, দোকানপাট ও বাড়ি-ঘরে জাতীয় পতাকা  উত্তোলন করা হয়।

ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে সদস্য হলধর দাস ও মোবারক ভূইয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ, সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায় ও সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম সরকার, ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে রঞ্জিত কুমার সাহা, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ৮ টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান।

এসময় পুলিশ সুপার  কাজী আশরাফুল আজীম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠন উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

অপর দিকে বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী মিলনায়তনে শিশুদের জন্য মুক্তযুদ্ধ বিষয়ক প্রবন্ধ রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন সিনেমা হলে বিনা টিকেটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী, জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল ছিল উলেøখ যোগ্য। 

আগের দিন গত ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ‍্যে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুক্ত’৭১ এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। 

শনিবার(২৫ মার্চ)সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে আলোচনা সভায় ২৫ মার্চের গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) অনির্বাণ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বিকেলে নরসিংদী জেলা পুলিশ ও  সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুক্ত’৭১ এর যৌথ উদ্যোগে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া। আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল “২৫মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে স্বাধীনতার প্রথম বুলেট ছুড়েছিল বাংলাদেশ পুলিশ”।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ইউনিট কমান্ডার হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, নজরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন প্রমুখ।

জাগো নরসিংদী/শহজু

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ