• নরসিংদী
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৯ এএম
নরসিংদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

হলধর দাস: ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে ১৭ এপ্রিল নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা"  শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,  জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন, সিভিল সার্জন , শিক্ষাবিদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধ পরিচালনার সুকঠিন ব্রত নিয়ে যে সরকার গঠিত হয়, তার শপথ গ্রহণের ঐতিহাসিক দিনই হলো মুজিবনগর দিবস । মুজিবনগর দিবসে যে মহান শপথ নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই চেতনা ও দৃপ্ত শপথে বলীয়ান হয়ে  সকলকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সংকল্পে সামিল হতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুশফিকুর রহমান। আলোচনা সভা শেষে মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালিত হয়।

অপরদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কেএম নাছিম আহমেদ হিরণ, সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিঠুন সরকার ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলতাফ হোসেন। 

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিকসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ।

সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক মুজিবনগর সরকারের কর্মকান্ড ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। পরে ঐতিহাসিক মুজিবনগর দিবস এর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ