• নরসিংদী
  • রবিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

অদৃশ্য শক্তির বলে নরসিংদীতেই বহাল ইঞ্জি. শাহ আলম!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৩ এএম
অদৃশ্য শক্তির বলে নরসিংদীতেই বহাল ইঞ্জি. শাহ আলম!
ইঞ্জি. শাহ আলম

স্টাফ রিপোর্টার: নরসিংদীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া গত ১ যুগেরও বেশি সময় ধরে একই জেলায় কর্মরত থাকায় প্রশ্ন উঠেছে তার প্রভাব ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে। সরকারি চাকরি বিধি অনুযায়ী নিয়মিত বদলি হওয়া বাধ্যতামূলক হলেও তার ক্ষেত্রে বারবার বদলির আদেশ জারির পরও তা কার্যকর হয়নি।

সর্বশেষ গত ২৬ জুন ২০২৫ তারিখে এলজিইডি সদর দপ্তর থেকে জারি করা বদলির আদেশে (স্মারক নং ৪৬.০২.০০০০.০০৩.১৮.০০৪.২১-৬৩০৬) মো. শাহ আলম মিয়াকে মেহেরপুর জেলার এলজিইডিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, তিনি ৩০ জুন এর মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করে নির্ধারিত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৩০ জুন অপরাহ্নে তিনি স্ট্যান্ড রিলিজ হিসেবে গন্য হবেন।

অপর দিকে ঢাকা সদর দপ্তর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মীর মাহিদুল ইসলামকে নরসিংদী এলজিইডির সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি নরসিংদী অফিসেই বহাল তবিয়তে কর্মরত থেকে মীর মাহিদুল ইসলামকে তার কর্তব্য পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে বলে এলজিইডির একাধিক সূত্র নিশ্চিত করেছে। আদেশ অমান্য করেও কীভাবে তিনি স্বপদে বহাল থাকেন, তা নিয়ে দপ্তরের ভেতরে-বাইরে তীব্র সমালোচনার ঝড় বইছে ।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগিদের অভিযোগ, মো. শাহ আলম মিয়া দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতার ছত্রচ্ছায়ায় থেকে নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। যদিও এসব বিষয়ে কর্তৃপক্ষ কখনোই কার্যকর ব্যবস্থা নেয়নি, বরং তার দাপট ক্রমেই বেড়েছে।

এ বিষয়ে এলজিইডি কেন্দ্রীয় কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলছেন, বদলির আদেশ অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও অদৃশ্য প্রভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

সুশাসনের প্রশ্নে এমন পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, একজন সরকারি কর্মকর্তা বছরের পর বছর একই কর্মস্থলে থেকে নিজস্ব প্রভাব বিস্তার ও স্বার্থ রক্ষা করতে পারেন না – এটা সরকারের চাকরি বিধির পরিপন্থী এবং নৈতিক প্রশাসনের জন্য হুমকি স্বরূপ ।

এ বিষয়ে নরসিংদী এলজিইডিতে সদ্য পদায়িত সহকারী প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম বলেন, আমার কর্মস্থলে যোগদানের সময়সীমা ইতোমধ্যেই পার হয়ে গেলেও শাহ আলম মিয়া আমাকে দায়িত্ব হস্তান্তর না করে স্বীয় পদে বহাল থেকে দায়িত্ব পালন করায় আমি নতুন কর্মস্থলে যোগদান করতে পারিনি। তাছাড়া নির্বাহী প্রকৌশলী ও এখন পর্যন্ত এ ব্যাপারে আমাকে কিছুই জানাননি। আমি ঝগড়া করে চাকুরী করতে চাইনা। যেহেতু অফিস আদেশে আমাকে বদলী করা হয়েছে তাই বিষয়টি এলজিইডির কেন্দ্রীয় কর্মকর্তারা দেখবেন বলে জানান তিনি।

এদিকে বদলীর আদেশের পরও কিভাবে অফিস করছেন জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম বলেন, যেমন বদলী করেছে তেমন ঠেকাইয়া ফালাইছি। ২৬ জুন সাধারণ বদলী এবং ৩০ জুন স্ট্যান্ড রিলিজের যে চিঠি দেওয়া হয়েছিল ৩ জুলাই তা প্রত্যাহার করা হয়েছে। এসময় এলজিইডির বদলীর আদেশের তিরস্কার করে তিনি বলেন, এলজিইডির বদলী পুতুল খেলার মতো, তাদের বদলীর কোন দাম আছে ?

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশা বলেন, শাহ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যাক্তি আইন-কানুন জানা সত্ত্বেও বদলীর আদেশ হওয়ার পর কিভাবে এখনো বহাল তবিয়তে আছেন এটা আমার বোধগম্য নয়।

সরকারি আদেশকে তোয়াক্কা না করে একজন সহকারী প্রকৌশলীর বছরের পর বছর একই কর্মস্থলে অবস্থান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, এবং নারী কেলেঙ্কারির মতো স্পর্শকাতর বিষয় গুলো সংশ্লিষ্ট দপ্তর ও দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে বিবেচনা করে মো. শাহ আলম মিয়ার বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই দাবি স্থানীয় সচেতন মহলের।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ