
মকবুল হোসেন :চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, প্রবাসীর বাড়ি ঘর ভাংচুর ও দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
২০ আগষ্ট বুধবার সকালে মাধবদী প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সৈকত লিখিত বক্তব্যে বলেন, গত বছরের ২০২৪ সালের ২১ শে ডিসেম্বর রাত ১২টায় পাঁচদোনা বাজারের পিছনে মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলা অবস্থায় হুমায়ুন নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী শাহ আলম সহ আরো কয়েকজনকে গ্রেফতার করে। এ হত্যাকান্ডের ঘটনায় আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নাই। জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইমতিয়াজ মামুন, তোফাজ্জল, রাজন, নূর আলম, একরাম আলী ও জিন্নতের দুই ছেলে মিলে আমার প্রবাসী পিতা মোঃ বাদল মিয়া ও ফজিলা বেগমের নাম উল্লেখ করে হত্যা মামলায় আসামী করা হয়েছে। আমার বাবা ও মা দুজনেই সৌদি প্রবাসী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় আমাদের বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও ঘর দখল করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দীর্ঘদিন যাবৎ আমরা বাড়ি ছাড়া।
গ্রেফতারকৃত প্রধান আসামী পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হত্যাকান্ডের সাথে আমার বাবা-মা জড়িত না। উক্ত ঘটনার সঠিক তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের জোর দবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের ছেলে সৈকত, মেয়ে কারিমা ও মেক্সিমা আক্তার।