
মো. রাসেল মিয়া : নরসিংদীতে অবহিত করন সভা ও বার্ন সারভাইভার ১১ জনের মধ্যে চাকরি নিয়োগ পত্র প্রদান করা হয়। মঙ্গলবার (১৯আগস্ট) দুপুর ৩ টায় নরসিংদীর বৌয়াকূঢ়ে স্টাইলাস রেস্টুরেন্টে ব্রিটিশ এশিয়ান ট্রাষ্টের অর্থায়নে অগ্রগতি সেবা সংস্থার বাস্তবায়নে বার্ন সারভাইভরদের ৪টি বেসরকারি সংস্থার মধ্যে ১১জনকে চাকরি নিয়োগ পত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসিড সারভাইভারদের সমাজে অন্যরকম দৃষ্টিতে দেখা হয়, তারা সাধারণ মানুষের মতো সমাজে বসবাসে বাধাগ্রস্ত হন। তাদের নিজেদের কর্মসংস্থান তৈরি ও তাদের সাবলম্বী করা এবং তাদের উদ্যোগতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার এসিড সারভাইভারদের যথাক্রমে অগ্রগতি সেবা সংস্থা(অসেসে)- ৩ জন ও মহিলা ১ জন পুরুষ, এন আর ডিপিতে- ১জন,
মা বক এন্ড বটিকে- ৪ জন এবং শাওন টেইলার্সে-২ জন। মোট ১১ জন এসিড সারভাইভারদের মধ্যে চাকরি নিয়োগ পত্র বিতরণ করা হয়। এছাড়াও তাদের মধ্যে ঋণ বিতরণ, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিড সারভাইভার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামিয়া আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রিটিশ এশিয়ান ট্রাষ্টের প্রোগ্রাম ম্যানেজার রাজিব আহাম্মদে,
এন আর ডিপি নির্বাহী পরিচালক সাফিউদ্দিন, এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাহমিনা ইসলাম, এসিড সারভাইভার ফাউন্ডেশনের মনোবিজ্ঞানী ইসরারত জাহান,এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হাসান প্রমুখ ।