
মকবুল হোসে : নরসিংদীর মাধবদীতে শহীদ আশিকুর রহমান পাভেল, ও তার তিন বন্ধু তুষার লিমন,এবং অভির ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ এতিম, বিধবা, গরীব, অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়। পাশাপাশি তাদের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৬ আগস্ট সকাল ৯টায় আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং শহীদ আশিকুর রহমান পাভেলের পিতা আব্দুল মোমেন মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন আশিকুর রহমান পাভেলের চাচা, এমএমকে ডাইং এ্যান্ড প্রিন্টিং মিলসের পরিচালক আব্দুল কাইউম মোল্লা, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সহ সভাপতি মাসুদ আলম, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মকবুল হোসেন বিশিষ্ট ব্যাবসায়ী আবু তাহের ভুঁইয়া প্রমুখ।