
হলধর দাস :নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন,স্কাউটিং কার্যক্রম আন্তরিকতার সাথে না করলে এর লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে না। অতএব, আপনারা যারা স্কাউটিং কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন তারা আজকের 'স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স'থেকে কিছু নিয়ে যাবেন। আপনাদের নিজ নিজ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের হৃদয়ে তা ধারণ করাবেন। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটের কোনো বিকল্প নেই। স্কাউটের আন্তর্জাতিক রূপ আছে। এটি সকল দেশে গ্রহণযোগ্য। সকল দেশে সবাই এটাকে পছনৃদ করে। বড় কথা হলো " নিজের আত্মশুদ্ধিই স্কাউটের মূলমন্ত্র।"স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ১৩৮৭তম ওরিয়েন্টেশন কোর্স
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) এম.সাজ্জাদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত।
আরও বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের সহযোজিত সদস্য বি জি রশিদ নওশের, সহকারী কমিশনার বাছেদ মোল্লা ভুট্টো, কোর্স লিডার মোহাম্মদ গোলাম মোস্তফা এলটি।
সহকারী জেলা কমিশনার মোঃ আলতাফ হোসেন রানা' র উপস্থাপনায় ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, জেলা কাব লিডার মোঃ আব্দুর রহিম,সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক রানা, সহকারী কমিশনার লিপি রানী সরকার, সহকারী কমিশনার ইয়ামিন মিয়া, সদর উপজেলা কমিশনার আঃ গফুর মোল্লা প্রমুখ।
দিনব্যাপী ওরিয়েন্টেশনে স্কাউট আন্দোলনের ইতিহাস ,পটভূমি, স্কাউট আন্দোলনের সংজ্ঞা মূলনীতি ,প্রতিজ্ঞা আইন মটো, প্যাক মিটিং ও ট্রুপ মিটিং সম্পর্কে বেসিক ধারণা প্রদান করা হয়।