• নরসিংদী
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে কর্মশালা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৫৪ এএম
ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে কর্মশালা

শরীফ ইকবাল রাসেল: নরসিংদীর পলাশে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক-এর যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা এর আয়োজন করে। 

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রকল্পের বিস্তারিক আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট শাদমান সাকিব কোরেশী। বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ-ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ সেবা এবং অর্থনৈতিক পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আরেঅচনা করা হয়।

এসময় জিনারদী ইউনিয়ন পরিষদের সচিব মশিউর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার ওসমান গণি, পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজল রেখা, ইউপি সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও বিদেশ ফেরত অভিবাসীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, নরসিংদীতে বিশেষ করে পলাশ উপজেলাতে বিদেশগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে ব্র্যাক। নিরাপদ অভিবাসন নিশ্চিতে আমাদের পক্ষ থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এসময় উপস্থিত ব্যক্তিরা ব্র্যাকের অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে জনকল্যাণ মূলক কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সকল ভালো কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

প্রবাস জীবন বিভাগের জনপ্রিয় সংবাদ