• নরসিংদী
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সততা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক গড়তে হবে : দুদক উপ-পরিচালক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম
সততা চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক গড়তে হবে : দুদক উপ-পরিচালক 

হলধর দাস: নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ সম্পন্ন হয়েছে । 

এ উপলক্ষে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর ও নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের  পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার। প্রধান বক্তা ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের  উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার। 

 উপ-পরিচালক মোজাহার আলী সরদার বলেন,সততা চর্চার মাধ্যমে ভবিষ্যতে সৎ ও যুগ্ম নাগরিক গড়ে তুলতে হবে। তাহলেই দেশ হবে দুর্নীতি মুক্ত। এছাড়া, সততা চর্চার মাধ্যমে সরকার ঘোষিত  স্মার্ট  বাংলাদেশ প্রতিষ্ঠা করাও সহজ হবে। 

তিনি সততা সংঘের প্রতিটি সদস্যকে সেভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার বলেন, একজন শিক্ষার্থী শুধু পড়াশোনা করেই মানুষের মত মানুষ হতে পারে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ তথা বন্ধু মহল থেকেও তাকে অনেক কিছু শিখতে হয় ।

তিনি সততা সংঘের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আলোচনার চাইতে সততা বজায় রেখে কাজ বেশি করতে হবে। নিজের আচরণের প্রতি খেয়াল রাখুন, তাহলেই আপনি পরিপূর্ণ মানুষ হবেন। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  
প্রধান শিক্ষক মাসুদ রানা, জেলা প্রতিরোধ কমিটির সদস্য আলতাফ হোসেন নাজির ও সততা  সংঘের সদস্য শিক্ষার্থী নুসরাত সরকার। 

আলোচনা শেষে  প্রতিযোগিতায় ৪টি গ্রুপে বিজয়ী নরসিংদী সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
গ্রুপ ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ৪টি দল হলো- ' নওয়াপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ' , 'মূতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয় ', নরসিংদী আইডিয়াল হাই স্কুল ও নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ