
স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুর উপজেলার জনগণের দাবীর প্রেক্ষিতে ২০০৬ সালে শিবপুর পাবলিক লাইব্রেরির জন্য ভবন নির্মাণ করা হয়।
ততকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মান্নান ভুইয়া ২৪/০৩/২০০৬ খ্রিঃ তারিখে শিবপুর পাবলিক লাইব্রেরি নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নরসিংদী জেলা পরিষদের বাস্তবায়নে মেসার্স রহমান কনস্ট্রাকশন ভিত্তি প্রস্তর স্থাপনের বছরই ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন। পাবলিক লাইব্রেরির ভবন নির্মাণের দীর্ঘ ১৮ বছরেও পাবলিক লাইব্রেরিটি চালু করতে পারেননি নরসিংদী জেলা পরিষদ। পাবলিক লাইব্রেরি চালু করতে না পারলেও চালু করেছেন কমিউনিটি সেন্টার। তাও আবার খুড়িয়ে খুড়িয়ে চলছে। নির্মাণের ৫ বছর পর থেকে ভবনটি কমিউনিটি সেন্টার হিসেবে চালু করা হয়েছে এবং ভাড়া দেওয়া হচ্ছে।
উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সচেতন মহল পাবলিক লাইব্রেরিটি চালু করার জন্য স্থানীয় এমপি,ইউএনও, সংশ্লিষ্ট নরসিংদী জেলা পরিষদকে আবেদন নিবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি।দেখছি, চালু করছি, চালু হবে করতে করতে ১৮ বছর পার। এ পর্যন্ত শিবপুর উপজেলাবাসী পাবলিক লাইব্রেরির মুখ দেখতে পেলনা। শিবপুর উপজেলা সদর কলেজ গেইট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্থানে পাবলিক লাইব্রেরির জন্য নির্মিত ভবন সরেজমিনে গিয়ে দেখা গেছে ভবনের মূল ফটকের ভিতর থেকে তালা লাগানো। ভবনের সামনের সিঁড়িতে বসা নাঈম বলেন, ভিতরে কাইয়ুম নামে কেয়ারটেকার আছে। ডাক দিলে বের হয়ে আসবে। কাইয়ুম ভাই বলে কয়েকটি ডাক দেওয়ার পর ভিতর থেকে বের হয়ে আসেন তিনি।গেট না খুলে পরিচয় জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তালা খুলে ভিতরে নিয়ে যান এবং পুরো ভবন ঘুরে দেখান। দেখা গেছে ভবনটির বিভিন্ন স্থানে আস্তর উঠে যাচ্ছে। ভবনের এক রুমে ভাংগাচুরা আসবাবপত্র পরে রয়েছে। নরসিংদী জেলা পরিষদ কর্তৃক নিয়োগকৃত মোঃ কাইয়ুম মিয়া ভবনের কেয়ারটেকার হিসেবে ভবনের এক রুমে থাকেন ও ভবন দেখাশোনা করেন।ভবনের সামনে রয়েছে একটি নোংরা ডোবা। সামনের পরিবেশ দুর্গন্ধযুক্ত।
কেয়ারটেকার কাইয়ুম মিয়া জানান ভবনের কেয়ারটেকার হিসেবে তিন বছর যাবত তিনি এখানে থাকেন। ভবনটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। কমিনিউনিটি সেন্টার হিসেবে তেমন ভাড়াও হয়না। মাসেও হয়না।
শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান জানান, মননশীলতার কেন্দ্র এভাবে বন্ধ থাকতে পারেনা। নির্মাণের পর লাইব্রেরি চালু না করায় এলাকার তরুণ সমাজ অধঃপতনের দিকে ধাপিত হচ্ছে। আমরা দ্রুত এই পাবলিক লাইব্রেরিটি চালু করার জোর দাবি জানাচ্ছি।
উপজেলা গীতিনাট্য সংসদ সভাপতি কাদির কিবরিয়া জানান শিবপুরে মননশীল চর্চার কোন জায়গা নেই। মননশীল ও মুক্ত চর্চার জন্য নির্মিত পাবলিক লাইব্রেরিটি চালু করতে দাবা জানালেও অদৃশ্য কারনে তা বাস্তবায়ন হচ্ছে না।আমরা পাবলিক লাইব্রেরি দ্রুত চালুর জোর দাবী জানাচ্ছি।
শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর জানান মননশীল চর্চা, দেশ ও বিশ্বকে জানার জন্য নির্মিত পাবলিক লাইব্রেরি দীর্ঘ ১৮ বছর যাবত বন্ধ থাকবে যা কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। এত টাকা খরচ করে যে উদ্দেশ্যে ভবন নির্মাণ করা হয়েছে আজ সেই উদ্দেশ্যই ব্যর্থ হচ্ছে। যা কখনোই মানা যায়না।এখানে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদানিশতা ও গাফিলতি রয়েছে। এটা দুর্নীতির একটি অংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করছি।
শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার কালা মিয়া জানান যে উদ্দেশ্য নিয়ে পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে আজ সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমরা লাইব্রেরি চালুর জন্য উপজেলা পরিষদ সভাসহ বিভিন্ন সভায় দাবী জানিয়ে আসলেও বাস্তবায়ন হচ্ছেনা। যা খুবই দুঃখজনক। আমরা লাইব্রেরি চালু দাবী জানাচ্ছি। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার জানান শিবপুরে কোন পাবলিক লাইব্রেরি নেই। সেই জন্যই পাবলিক লাইব্রেরির এ ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের দীর্ঘ বছরের পরও চালু না হওয়াটা দুঃখজনক। আমি দ্রুত এ পাবলিক লাইব্রেরিটি চালুর জোর দাবী জানাচ্ছি।
নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আঃ ওহাব রাশেদ জানান শিবপুর পাবলিক লাইব্রেরির ভবনটি অরক্ষিত। ভবনের চতুর্দিকে বাউন্ডারি দেয়াল নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে। লাইব্রেরীটিকে একটি মালটিপারপাস অর্থাৎ লাইব্রেরি থেকে আরো আপগ্রেড করার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত চালু করা হবে।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান পাবলিক লাইব্রেরির জন্য নির্মিত ভবনটি সংস্কার করতে হবে। এ জন্য নরসিংদী জেলা পরিষদের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। সংস্কার করে দ্রুত লাইব্রেরি চালুর ব্যবস্থা করা হবে।