• নরসিংদী
  • শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৮ পিএম
নরসিংদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

শরীফ ইকবাল রাসেল: 'দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

উদ্বোধন শেষে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফায়ার সার্ভিসের দায়িত্ব, আনুষ্ঠানিকতা, কাজের রুটিন এসব বিষয়ে আলোচনা করা হয়। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে অগ্নিকান্ডে নরসিংদীতে ১২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পরিমাণ কিভাবে আরও কমানো যায় সেসব বিষয়ে পর্যালোচনা করা হয়। সেই সাথে ভবন নির্মানের সময় যথাযথ নিয়ম মানতে সাধারন মানুষের প্রতি আহবান জানান আলোচকরা। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুম, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা, নরসিংদী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, নরসিংদীতে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহ পালন করা হবে।

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ