
হলধর দাস : "তামাক-ধোঁয়ামুক্ত শহর : সিটি কর্পোরেশন এবং পৌরসভার দায়িত্বশীলদের সাথে প্রায়োগিক গবেষণা" বিষয়ক অংশীজন সভা ও ওয়ার্কশপ মঙ্গলবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা: সৈয়দ মো: আমিরুল হক শামীম। অনুষ্ঠানে অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার সূজন চন্দ্র সরকার ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম।
আর্ক ফাউন্ডেশন আয়োজিত এ কার্যক্রমে গবেষক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর রুমানা হক পি এইচ ডি এর তথ্যপত্র উপস্থাপন করেন মো: বদরুদ্দীন সাইফী। এছাড়া, তিনি গবেষণার উদ্দেশ্য ও প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন।
ওয়ার্কশপে "তামাক-ধোঁয়ামুক্ত করণের লক্ষ্যে সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে নরসিংদী জেলার নরসিংদী পৌরসভাধীন পাবলিক প্লেসের বিভিন্ন স্থান সমূহ নির্বাচন করা হয়।
তামাক-ধোঁয়ামুক্ত গবেষণা শহর শীর্ষক গবেষণার পরিচিতিতে বলা হয়, আর্ক ফাউন্ডেশন (ARK Foundation) স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ের ক্ষেত্রে চাহিদা ভিত্তিক গবেষনা ও প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। আর্ক ফাউন্ডেশনের লক্ষ্য হলো স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, শিক্ষা, জেন্ডার, পরিবেশ এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে গবেষণাভিত্তিক সমাধান, প্রশিক্ষণ ও প্রচারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তার ধারাবাহিকতায় আর্ক ফাউন্ডেশন (ARK Foundation) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক (University of York) এর যৌথ উদ্যোগে বাংলাদেশে পরোক্ষ ধূমপান (SHS) প্রতিরোধে "তামাক-ধোঁয়ামুক্ত শহর (TFC)-Tobacco-Free Cities" শীর্ষক একটি গবেষণা পরিচালনা করছে।
২০২১ সালে বিশ্বব্যাপী আট মিলিয়নেরও বেশি মানুষ তামাকের কারণে মারা গেছে। এর মধ্যে ১.৩ মিলিয়ন মৃত্যু পরোক্ষ ধূমপানের কারণে হয়েছে। পরোক্ষ ধূমপানের ফলে হওয়া মৃত্যুর দুই-তৃতীয়াংশ ছিল নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর নারী ও শিশু। তামাকের বিজ্ঞাপন এবং শক্তিশালী ধূমপান এর প্রচারের কারণে বেশি মানুষ (বিশেষ করে তরুণ এবং কম আয়ের পুরুষ) ধূমপান শুরু করে এবং শহরের জনাকীর্ণ পাবলিক ও প্রাইভেট প্লেসগুলো পরোক্ষ ধূমপানের ঝুঁকি বাড়ায়। "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০১৩) অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।
এই গবেষণার উদ্দেশ্য হলো, বাংলাদেশের দুটি শহর, যথাঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নরসিংদীর (স্থানীয় সরকার এবং জনগণের সাথে মিলে তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 'পাবলিক প্লেস' তামাক-ধোঁয়ামুক্ত করণের লক্ষ্যে কাজ করা। পুরো কার্যপ্রক্রিয়ায় বিভিন্ন গবেষণা পদ্ধতি ব্যবহার করে তামাক ব্যবহার প্রতিরোধ ও পরোক্ষ ধূমপান হ্রাস করতে শহরে এলাকা ও জনগণের উপর এই গবেষণা প্রকল্পের প্রভাব নির্ণয় করা হবে।
এই গবেষণা প্রকল্প চারটি পর্যায়ে সম্পন্ন হবে: ১) প্রাথমিক সমীক্ষা, ২) সহ-পরিকল্পনা (Co-design), ৩) কর্ম-গবেষণা (Action Research), এবং ৪) প্রকল্প থেকে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়।
গবেষণার প্রথম পর্যায় ২০২৪-২০২৫ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নরসিংদীতে বাস্তবায়ন করা হবে।
প্রথম পর্যায়ে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় আইন ও নীতির বিশ্লেষণ, সাহিত্য পর্যালোচনা, সাক্ষাৎকারের মাধ্যমে অংশীজনদের সম্পৃক্তকরণ, এবং বিভিন্ন ডাটাবেজ বিশ্লেষণ করে তামাক ব্যবহার ও পরোক্ষ ধূমপানের প্রভাব সম্পর্কে আলোকপাত করা হবে। বেজলাইন ডাটা সংগ্রহের মাধ্যমে, বিভিন্ন পাবলিক প্লেস (যেমন: পরিবহন, রেস্তোরাঁ, কর্মস্থল) তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে কতটা মান্য করে তামাক-ধোঁয়ামুক্ত থাকছে তা মূল্যায়ন করা হবে।
প্রকল্পের প্রত্যাশিত ফলাফলগুলো নিম্নরূপঃ
অংশীজন সভা ও ওয়ার্কশপ প্রকল্পের অধীনে সরকারী ও বেসরকারী বিভিন্ন অংশীজনের সমন্বয়ে প্রকল্পের অধীনে নির্ধারিত পাবলিক প্লেস তামাক-ধোঁয়া মুক্ত করা হবে, চিহ্নিত পাবলিক প্লেস নরসিংদী পৌরসভার এই প্রকল্পের সাথে কোন কোন বিভাগ ও পর্যায়ের অংশীজন যুক্ত থাকতে পারেন, এবং তাদের ভূমিকা কী হবে, সে সম্পর্কে বিস্তারিত ম্যাপিং করা। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নে তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পাবলিক প্লেসগুলোকে তামাক-ধোঁয়া মুক্ত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন ডেইলি ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি হলধর দাস, নরসিংদী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা,জেলা সমাজসেবা কর্মকর্তা,ডা. তৃষা আহমেদ, আর্ক ফাউন্ডশনের সজীব সাহা ও লেনিক চাকমা প্রমুখ।