
মকবুল হোসেন : মাধবদীর মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোঃ জাকারিয়া, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, নিউজ ২১ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মোঃ শাহিন মিয়া তথ্য সংগ্রহের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে গেলে মহিষাশুড়া ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ক্যামেরা, প্রাতিষ্ঠানিক বুম, নগদ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ভাংচুর করা হয়।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন মাধবদী প্রেসক্লাব, মাধবদী থানা প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব ও নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়ন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ শেখ সাদী, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন কমিশনার, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদাৎ হোসেন রাজু, মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল আমিন সরকার, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক জিএম মতিউর রহমান, মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক নির্বাহী সদস্য কাজী জয়নাল আবেদীন, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা মিয়া, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল কবির।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সাবেক কার্যকরী সদস্য আবুল বাশার বাছির, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শফি উদ্দিন খন্দকার, সদস্য বিশ্বনাথ পাল, মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, মাধবদী প্রেসক্লাবের সদস্য আল আমিন, সদস্য মনিরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য সুমন পাল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।