
হলধর দাস : নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা পরিষদ প্রাঙ্গনে ৫৮ জনের মাঝে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম, ছাত্র প্রতিনিধি মুনিয়া রহমান মনিকা প্রমুখ। এসময় সহযোগিতায় ছিলেন, জেলা পরিষদের হিসাব রক্ষক রোমান মিয়া, উচ্চমান সহকারী সাইদুর রহমান ও হাসেম মিয়া, অফিস সহকারী শাহানা আক্তার, সার্বেয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
জেলা পরিষদের পক্ষ থেকে ৫৮টি ভুক্তভোগী পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।