• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:২৯ এএম
রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গরীব, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল'র সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুরা বাজারস্থ ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও হতদরিদ্র এ সকল শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রায়পুরা পৌর মেয়র মো. জামাল মোল্লা।

এর আগে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও পর পর দুইবার নির্বাচিত পৌর মেয়র মো. জামাল মোল্লা।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তন্ময় সাহা ও সদস্য আব্দুল কাদির'র যৌথ পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন ক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাইনউদ্দিন সরকার, ক্লাবের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সভাপতি রেজাউল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, কোষাধ্যক্ষ মো শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, যুবলীগ নেতা মো. জাকির হোসেন, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোমেন আহাম্মদ জয়, সুমন রাহাত ফকির, ঠিকাদার সাদ্দাম মিয়া, ক্লাবের সদস্য সাদ্দাম উদ্দিন, শিমু প্রমূখ।

সভায় বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব নবীন প্রবীণের সংমিশ্রণে গঠিত সংগঠনটি ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে উপজেলাবাসীর সুনাম অর্জনে সমর্থ্য হয়েছে। শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনা নয় এর পাশাপাশি বিভিন্ন মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডও করে যাচ্ছে। সংগঠনটির উত্তর উত্তর সফলতা কামনা করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. জামাল মোল্লা বলেন, ইতিমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপজেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। রাতদিন, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে উপজেলার সবত্র সংবাদের পিছনে ছুটে চলছে এই ক্লাবে সদস্যরা। ঘটনাস্থল থেকে সঠিক তথ্য তুলে এনে তা তাদের পত্রিকাগুলোর পাতায় প্রকাশ করছেন।

তিনি বলেন, শুধু সাংবাদিকতাই নয় পাশাপাশি গরীব আসহায় মানুষের সহযোগিতায় কাজ করছে ক্লাবে সদস্য। আর সার্বক্ষণিক তাদের পাশে থেকে  যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এলাকার সাধারণ মানুষদের সহযোগিতা করে আসছেন। সেজন্য মেয়র জামাল মোল্লা রায়পুরা উপজেলা প্রেসক্লাব সদস্যদেরসহ  আবিদ হাসান রুবেল প্রতি   আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে তাদের সকল ভালো কাজে সর্বদায় তাদের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ