স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
র্যালি শেষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জনশক্তি রপ্তানি বিষয়ক ১৭ টি স্টলে সাজানো দিনব্যাপী অভিবাসন মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন অতিথিরা। পরে নিরাপদ বিদেশ গমনের লক্ষ্যে আলোচনাসভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথি পাঠের মাধ্যমে বিদেশযাত্রার নানা বিষয়ে সচেতন করা হয়।
আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন নারী ও একজন পুরুষ এবং সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী তিনটি ব্যাংককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার, নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক এ কে এম. দাউদুল হক,অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, ওকাপ নরসিংদী জেলা ব্যবস্থাপক মোঃ ওসমান গনি,প্রজেক্ট অফিসার মোঃ বাবুল হোসেনসহ বিভিন্ন এনজিও, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।